বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কমল হার্ট রিংয়ের দাম

নিজস্ব প্রতিবেদক

হার্টের রিংয়ের দাম কমিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। রিংয়ের ধরন এবং প্রতিষ্ঠানভেদে ২ হাজার থেকে ৫৬ হাজার পর্যন্ত দাম কমেছে। ১৬ ডিসেম্বর থেকে হার্টের রিংয়ের এ নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।  অধিদফতরের উপ-পরিচালক ও আইন কর্মকর্তা মো. নুরুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘২৭ ধরনের হার্ট রিংয়ের দাম কমানো হয়েছে। কার্ডিয়াক চিকিৎসা প্রদানকারী সব হাসপাতালের নোটিস বোর্ডে এ হার্টের রিংয়ের মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত মূল্য তালিকার চেয়ে বেশি দাম নিলে তার বিরুদ্ধে ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে। দুই বছরের জেলের পাশাপাশি হতে পারে জরিমানাও। গতকাল ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৩০(১) ধারা মোতাবেক ওষুধ প্রশাসন অধিদফতর হার্টের রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণ করা হলো।

হার্টের রিংয়ের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদনকারীর নাম উল্লেখ করে পৃথক ক্যাশমেমো প্রদান করতে হবে। রোগীকে ব্যবহৃত হার্টের রিংয়ের প্যাকেটটি সরবরাহ করতে হবে। হার্টের রিংয়ের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণর তারিখ, উৎপাদক দেশের নাম এবং খুচরা বিক্রয় মূল্য উল্লেখ থাকতে হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর