বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ওয়ার্ল্ড ফুটবল সামিটে সম্মাননা পেলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

ওয়ার্ল্ড ফুটবল সামিটে সম্মাননা  পেলেন ড. ইউনূস

ক্রীড়া জগতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড ফুটবল সামিট অ্যাওয়ার্ড পেয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সৌদি আরবের জেদ্দায় বিশ্ব ফুটবল সম্মেলনে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। ফুটবল জগতের ভিতরে ও বাইরে দীর্ঘস্থায়ী ও প্রভাবশালী অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে বলে ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব ফুটবল সম্মেলনে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে প্রদত্ত এ সম্মাননা কেবল পৃথিবীকে আরও সুন্দর ও বসবাসযোগ্য করে তুলতে তাঁর অক্লান্ত পরিশ্রম ও আত্মনিবেদনের স্বীকৃতিই শুধু দেয়নি, বরং খেলাধুলার দিগন্তকে আরও প্রসারিত করতে তাঁর নিরলস প্রচেষ্টাকেও একইভাবে সম্মানিত করেছে।

সম্মাননা গ্রহণকালে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বিশ্ব ফুটবল সামিট থেকে প্রদত্ত এই সম্মাননায় আমি সত্যিই গর্বিত। আমরা যখন খেলাধুলা উদযাপন করি, আসুন আমরা খেলাধুলার মাধ্যমে এর ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মানুষ হিসেবে আমাদের নিজস্ব সম্ভাবনাকেও আমরা যেন চিনতে পারি, তা ব্যক্তিগতভাবে হোক বা সম্মিলিতভাবে হোক; যাতে মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন সূচিত হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর