বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জনগণ পাতানো নির্বাচন হতে দেবে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, হামলা করে, মিথ্যা মামলা দিয়ে ও সাজা দিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না। দেশের জনগণ ভাগাভাগি ও পাতানো নির্বাচন হতে দেবে না। সরকার পতনের একদফা দাবিতে গতকাল অবরোধের সমর্থনে মিছিল শেষে বক্তৃতাকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। রিজভী আহমেদ বলেন, মামলা দিচ্ছে পুলিশ, সাক্ষ্যও দিচ্ছে পুলিশ। সকাল ৭টায় রিজভী আহমেদের নেতৃত্বে বাংলামোটর থেকে মিছিল বের করেন নেতা-কর্মীরা। তাদের মিছিলটি কারওয়ান বাজার সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি তারেকুজ্জামান তারেক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত প্রমুখ।

 ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, সাবেক কাউন্সিলর ও রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর