বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চালু হলো দেশে ব্যাংকের মাধ্যমে বিমা ব্যবসা

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের মাধ্যমে বিমা ব্যবসা চালু হলো। এখন থেকে সব তফসিলি ব্যাংক বিমা কোম্পানির ‘করপোরেট এজেন্ট’ হিসেবে বিমাপণ্য বিপণন ও বিক্রি করতে পারবে। গতকাল এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকের মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স প্রবর্তনের নিমিত্ত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৭(১)(ল) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সব তফসিলি ব্যাংক বিমা কোম্পানির ‘করপোরেট এজেন্ট’ হিসেবে বিমাপণ্য বিপণন ও বিক্রি ব্যবসায় নিয়োজিত হতে পারবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর