বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রচারণা শুরুর আগেই উত্তেজনা

রাজশাহীতে প্রায়ই ঘটছে সংঘর্ষ, কোথাও থমথমে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রচারণা শুরুর আগেই উত্তেজনা

রাজশাহীতে আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই উত্তেজনা বিরাজ করছে আসনগুলোয়। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর), রাজশাহী-৪ (বাগমারা) ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আছেন প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী। এ তিনটি আসনে সহিংসতার আশঙ্কা রয়েছে। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে শক্তিশালী প্রার্থী না থাকলেও বর্তমান এমপির সমর্থকদের সঙ্গে প্রায়ই সংঘর্ষ ঘটছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদের সমর্থকদের। তবে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, নির্বাচন নিয়ে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকলেও প্রতীক বরাদ্দের পর তা আর থাকবে না বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবকিছু কঠোরভাবে মনিটরিং করছে। যারাই উত্তেজনা ছড়িয়ে সহিংসতার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী-১ আসনে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। সেখানে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন গোলাম রাব্বানী, মো. আখতারুজ্জামান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়ন বাতিল করেন। তবে আপিলে মনোনয়ন ফেরত পান মাহিয়া মাহি। ওই আসনটিতে ফারুক চৌধুরী ও তার বিরোধীদের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। মাহিয়া মাহি প্রার্থিতা ফিরে পাওয়ায় উজ্জীবিত ফারুক চৌধুরী বিরোধীরা। ফলে সেখানে উত্তেজনা বাড়ছে। তবে ওমর ফারুক চৌধুরী জানান, একটি পক্ষ উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। যারা প্রার্থী হয়েছেন সবাই শক্তিশালী। নির্বাচন উৎসবমুখর হবে। রাজশাহী-৩ আসনে মনোনয়ন পাননি বর্তমান এমপি আয়েন উদ্দিন। মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এর পর থেকে কয়েক দফায় আয়েন উদ্দিন ও আসাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। আয়েনের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে আসাদের সমর্থকদের। আসাদের সমর্থকরাও আয়েনের সমর্থকদের বিলের মাছ লুট করে নিয়ে যায়। আসাদুজ্জামান আসাদ জানান, বর্তমান এমপি পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়াতে তার সমর্থকদের ওপর হামলা করছে। তিনি শান্তিপূর্ণভাবেই কর্মীদের নিয়ে কাজ করছেন। রাজশাহী-৪ আসনেও মনোনয়ন পাননি বর্তমান এমপি এনামুল হক। ওই আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে আবুল কালাম আজাদকে। ইতোমধ্যে আবুল কালাম আজাদের একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। তাতে ভোটারদের হুমকি দিচ্ছেন তিনি। তবে আবুল কালাম আজাদ জানান, তিনি কাউকে হুমকি দেননি। নেতা-কর্মীদের সঙ্গে গল্প করার সময় কেউ ভিডিও করে তা ছড়িয়েছে। রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগ ভরসা রেখেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ওপর। তবে এ আসনে আবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রাহেনুল হক। রাহেনুল হকের পক্ষে মাঠে নেমেছেন বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও দুই পক্ষই কর্মীদের সঙ্গে মতবিনিময়ে উত্তেজনাকর বক্তব্য দিচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর