বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনি জোয়ারে ভাসছে যশোরের তরুণ ভোটাররা

সাইফুল ইসলাম, যশোর

কদিন পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। চলছে ক্ষণ গণনা। প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকরা ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে। শহর থেকে গ্রাম, সর্বত্র আলোচনার তুঙ্গে নির্বাচনি ইস্যু। এ মহাকর্মযজ্ঞে পিছিয়ে নেই দেশের অন্যতম প্রাচীন জেলা যশোরের ভোটাররাও। তবে আসন্ন ভোট ঘিরে বেশি আগ্রহ-উচ্ছ্বাস জেলার নতুন প্রায় আড়াই লাখ ভোটারের মধ্যে। উৎসবের আমেজে আছে তারা। তবে কারও কারও মধ্যে অসন্তোষ আর উষ্মা আছে নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকায়। একই সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কাও রয়েছে ভোট দেওয়ার অপেক্ষায় থাকা নতুন ভোটারদের মনে। সরেজমিন জেলার ছয়টি আসনের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা গেছে, দেশজুড়ে বেজে চলা নির্বাচনি ডামাডোলে প্রার্থী, দল, ব্যক্তি আর প্রতীকে ভোট নিয়ে চলছে হরেক জল্পনাকল্পনা। উৎসবের বার্তা ছড়াচ্ছে গত কয়েক বছরে ভোটার তালিকায় যুক্ত হওয়া নতুন ভোটাররা। এলাকায় এলাকায় নির্বাচনি হাওয়ায় পাল উড়িয়ে চলেছে নতুন ভোটাররা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর