বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিজয় উৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

বিজয় উৎসব শুরু

‘আমার দেশ, সন্ত্রাস-সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ’ স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব-২০২৩। শহীদবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের গান, বিজয়ের আবৃত্তি এবং নৃত্যের সঙ্গে বেলুন উড়িয়ে গতকাল বিকালে চার দিনের এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিকর্মীরা। জোট সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় অংশ নেন নাট্যজন রামেন্দু মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহম্মদ সামাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, নাট্যজন সারা যাকের ও বিজয় উৎসব উৎসব-২০২৩ উদ্যাপন কমিটির আহ্বায়ক নাট্যজন ঝুনা চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ্। বিজয় উৎসব-২০২৩-এর ঘোষণাপত্র পাঠ করেন জোটের সহসাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস।

উদ্বোধনী আলোচনার পর দ্বিতীয় পর্বে দলীয় সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা, দলীয় আবৃত্তি পরিবেশন করে স্রোত আবৃত্তি সংসদ, পথনাটক ‘ঠিকানা’ পরিবেশন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সবশেষে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী দিনের আনুষ্ঠানিকতা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর