বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

‘বাংলাদেশ ডিসাইডস : দ্য ইয়ুথ স্পিকস’ চতুর্থ পর্ব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

‘বাংলাদেশ ডিসাইডস : দ্য ইয়ুথ স্পিকস’-এর ট্রান্সফরমেটিভ ডায়ালগের চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয়েছে। হারনেট ফাউন্ডেশনের সৌজন্যে এবং হারনেট টিভির পরিচালনায় বাংলাদেশের ইইউ দূতাবাসের সহযোগিতায় গতকাল ফরাসি দূতাবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংলাপে ইউল্যাবের ছয়জন শিক্ষার্থী অংশ নেন। এ পর্বের বিষয়বস্তু ছিল পাওয়ার ইন পার্টিসিপেশন : পলিসি মেকিং, রুল অব ল, হিউম্যান রাইটস, সিভিক এডুকেশন। এতে প্রধান অতিথি ছিলেন ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, হারনেট গ্রুপের উপদেষ্টা মনির প্রধান, বাংলাদেশে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর শেলডন ইয়েট, বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক, জোন্টা ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট দিলরুবা আহমেদ প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর