বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইসিকে সমাবেশ নিষিদ্ধের চিঠি প্রত্যাহারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন বর্জন ও অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একতরফা নির্বাচনও সরকার তামাশায় পরিণত করেছে। নির্বাচন কমিশন (ইসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে সভা-সমাবেশ নিষিদ্ধের নির্দেশ দিয়েছে। চাইলেই ইসি জনগণের বিরুদ্ধে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এমন চিঠি দেওয়ার এখতিয়ার রাখে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসিকে এ চিঠি প্রত্যাহারের আহ্বান জানান তারা। গতকাল মেহেরবা প্লাজার সামনে থেকে বিজয়নগর হয়ে পল্টন মোড় পর্যন্ত গণতন্ত্র মঞ্চের মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমম্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক শহীদউদ্দীন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ।

 সভা পরিচালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থবিষয়ক সমন্বয়ক দিদারুল ভূইয়া।

নেতৃবৃন্দ বলেন, সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। প্রতিদিন গণগ্রেফতার করা হচ্ছে। দেশকে সর্বনাশের চূড়ান্তে নিয়ে যাচ্ছে এ সরকার। ৭ জানুয়ারির ডামি নির্বাচন ভোট কেন্দ্রে না গিয়ে প্রত্যাখ্যান করবে জনগণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর