শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অপরাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অপরাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি অপরাজনীতি করছে। এ অপরাজনীতি যদি না থাকত, তাহলে দেশ আরও বহুদূর এগিয়ে যেত। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সকালে রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের নেতৃত্বে সাম্প্রদায়িকতা ও জ্বালাও-পোড়াওয়ের মতো ধ্বংসাত্মক অপরাজনীতি যদি না থাকত তাহলে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন আরও আগে বাস্তবায়ন করতে পারতাম। তিনি বলেন, আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচারের ঘোষণা দিলাম তখন অনেকেই ভেবেছিল বিচার কার্যক্রম শুরু হলেও শেষ হবে না।

কিন্তু সবাইকে অবাক করে এবং পৃথিবীর অনেক বড় রাষ্ট্রের রক্তচক্ষু ও চাপকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করেছেন। বিচারের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে।

সর্বশেষ খবর