শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ বেতারের ৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

নিজস্ব প্রতিবেদক

দেশের সবচেয়ে প্রাচীন রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের ৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল ১৬ ডিসেম্বর। ১৯৩৯ সালের এ দিনে বাংলাদেশ বেতারের যাত্রা শুরু হয় অল উন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র হিসেবে। নামকরণ করা হয় ‘ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র’। পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের যে ভবনটিতে বর্তমানে শেখ বোরহানউদ্দিন কলেজ অবস্থিত সেখানে এর সম্প্রচার স্টেশন স্থাপন করা হয়েছিল। পরে কেন্দ্রটি শাহবাগে স্থানান্তর করা হয়। পাকিস্তান আমলে এর নাম রাখা হয় রেডিও পাকিস্তান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে বাংলাদেশ বেতার নবযাত্রা শুরু করে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ বেতার। মহান বিজয় দিবস এবং বাংলাদেশ বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বিকাল ৫টায় শেরেবাংলা নগরে বেতার মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সর্বশেষ খবর