শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগে দুই এমপিকে শোকজ

প্রতিদিন ডেস্ক

নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগে দুই আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) ও আসন্ন নির্বাচনের প্রার্থীকে শোকজ করা হয়েছে। তারা কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের আওয়ামী লীগ প্রার্থী বর্তমান এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি আনোয়ার হোসেন হেলাল। এ ছাড়া একই অভিযোগে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের এমপি প্রার্থীর সমর্থক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন দুলুকে নোটিস করা হয়। এদিকে বরগুনায় এক শ্রমিক নেতা ক্ষমা চেয়ে রক্ষা পেয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য-

কুমিল্লা : কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের আওয়ামী লীগ প্রার্থী বর্তমান এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রুপা। পথসভা, ঘরোয়া সভা, ব্যানার ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার প্রকাশসহ নির্বাচনি গণসংযোগ করায় তাকে শোকজ করা হয়। আজ বেলা ১১টায় সময় নির্বাচনি অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে জবাব দিতে বলা হয়েছে। নওগাঁ : প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের ভীতি প্রদর্শনের অভিযোগে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল এমপিকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ আফসান ইলাহী। নোয়াখালী : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিতে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী ৪৯২ জনের কার্ড জব্দ করা সেই চেয়ারম্যান আক্তার হোসেন দুলুকে শোকজ করে নির্বাচন কমিশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর