শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
চট্টগ্রামে বস্তাবন্দি লাশ

ফ্রি-ফায়ার গেম কেন্দ্র করে বন্ধুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্ধুকে নিজের বাসায় ডেকে এনে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলে দুজন। একপর্যায়ে গেম কেন্দ্র করে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা ও মারামারি হয়। এতে কিলঘুসিতে মৃত্যু হয় আবদুল্লাহর। বৃহস্পতিবার তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মো. হাসান (১৫) ও তার মা হাফিসা বেগমকে। ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোসাইন বলেন, হত্যাকাণ্ডের পর হাসান তার খালার বাসা আনোয়ারায় চলে যায়। ঘটনার ছয় ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে তাকে বৈরাগ পানির টাংকি এলাকা থেকে গ্রেফতার করে। তার মা হাফিসা বেগমকে ইপিজেড থেকে গ্রেফতার করা হয়। হাসান ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ওসি জানান, হাসান তার বন্ধু আবদুল্লাহর বাবাকে ফোন করে তার ছেলেকে অপহরণ করা হয়েছে জানিয়ে ১০ লাখ টাকা দাবি করে। নিষেধ করা হয় পুলিশের সহায়তা নিতে। এত সব করেও বন্ধু হত্যায় নিজেকে আড়াল করতে পারেনি এই কিশোর। হাসানের মা গার্মেন্টে কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফিরলে তার সহায়তায় মধ্যরাতে লাশ বস্তায় পেঁচিয়ে দুই বিল্ডিংয়ের মাঝখানে ফেলে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর