শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় বিজয় উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় বিজয় উৎসব

বিজয়ের ৫২তম বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে শুরু হলো দুই দিনের বিজয় উৎসব। গতকাল একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হওয়া এ আয়োজন সাজানো হয় আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিশু বক্তা হিসেব বক্তৃতা করে পুষ্পিতা ব্যাপারী ও মাহাদিয়া রহমান মারিশা। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বের শুরুতেই পরিবেশিত হয় সমবেত সংগীত ‘আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী’। এরপর দলীয় নৃত্য পরিবেশন করে একাডেমির শিশু নৃত্যদল ও প্রতিশ্রুতিশীল নৃত্যদল। আবৃত্তি করেন তৃদীব সরকার, নওমি হাসিনা অরিন, নাবিদ রহমান তুর্য ও নওশীন তাবাসসুম তৃণা। একক সংগীত পরিবেশন করেন ত্বাবীব ফাইরুজ রোদশী, মাহির আজমাইন ইভান, আখিয়া জামান সৃজা, সাদিয়া ইসলাম বীথি, প্রতীক দাস, আবদুর নূর, ওয়াদুদুর রহমান রাহুল ও রবিউল ইসলাম শান্ত। এরপর একাডেমির অ্যাক্রোবেটিক দল পরিবেশন করে অ্যাক্রোবেটিক শো ‘ক্যাপ ড্যান্স’, ‘রিং ডান্স’, ‘চেয়ার সেটিং/নেক আয়রন বার্ড’, ‘রুপ রাউন্ড’ । সবশেষে ‘চলো বাংলাদেশ’ গানের সঙ্গে একাডেমির শিশু নৃত্যদলের দলীয় নৃত্যের মধ্য দিয়ে শেষ হয় এ আসর। আজ সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে বিজয় উৎসবের শেষ দিনের কার্যক্রম। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকালের সাংস্কৃতিক পর্বে স্মৃতিসৌধ প্রাঙ্গণে থাকছে স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি, দেশের গান ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী।

এরপর সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর