শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ফোর্ট উইলিয়ামে আলোচনা

বাংলাদেশ ও ভারতের মধ্যে আবেগপূর্ণ বন্ধন রয়েছে

কলকাতা প্রতিনিধি

ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং ভৌগোলিক সংযোগের পাশাপাশি একটি আবেগপূর্ণ বন্ধন রয়েছে বলে মনে করেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা। তার অভিমত, একটি সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে ভারত ও বাংলাদেশ উভয় দেশই একযোগে কাজ করছে। বাংলাদেশের মহান বিজয় দিবসের প্রাক্কালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল এ মন্তব্য করেন কলিতা। তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে শুধু ঐতিহাসিক ও ভৌগোলিক যোগসূত্রই নেই; আমাদের মধ্যে মানসিক যোগসূত্রও রয়েছে।’ ভারতীয় সেনাবাহিনীর বিশেষ অতিথি হয়ে বর্তমানে কলকাতা সফর করছেন বাংলাদেশ থেকে আগত মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র বাহিনীর সদস্য মিলিয়ে ৩০ জনের এক প্রতিনিধি দল। এদিন ফোর্ট উইলিয়ামে তাদের অভ্যর্থনা জানান পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান রানা প্রতাপ কলিতা। আজ সকালে ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি ফোর্ট উইলিয়ামের মূল ফটকের কাছে অবস্থিত বিজয় স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলের সদস্যরাও। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ড. জে এস চিমা (অব.) বলেন, ‘পাকিস্তানের তুলনায় বর্তমানে বাংলাদেশের জিডিপি অনেক বেশি এবং এটি জাপানের মতো একটি এশিয়ার শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর