রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রংপুরে ১০ বছর ধরে চলছে ‘কে প্রথম ফুল দেবেন’ দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক, রংপুর

স্বাধীনতা ও বিজয় দিবসে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রটোকল অনুসারে ‘কে প্রথম ফুল দেবেন’ প্রশ্নে ১০ বছর ধরে রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র ও স্থানীয় প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব চলছে। জাতীয় দিবসগুলোয় রসিক মেয়র, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। অন্যদিকে বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন নগরীর মডার্ন মোড়ের ‘অর্জন’ স্মৃতিস্তম্ভে। ১০ বছর আগে দলমত-নির্বিশেষে স্বাধীনতা ও বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হতো। এখানে স্থানীয় প্রশাসনসহ সবাই পুষ্পস্তবক অর্পণ করত। কিন্তু ২০১৩ সালে ব্যতিক্রম ঘটে। প্রটোকল দ্বন্দ্বে সেই থেকে পৃথক দুটি স্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় কমিশনার নাকি সিটি মেয়র আগে ফুল দেবেন, এ নিয়ে স্নায়ুযুদ্ধ দেখা দেয়। বিতর্ক এড়াতে তৎকালীন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসন অর্জন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। তখন থেকে ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস বাদে অন্যান্য জাতীয় দিবসে বিভাগীয় কমিশনার, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসন অর্জন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে আসছেন। অন্যদিকে তৎকালীন সিটি মেয়র প্রয়াত সরফুদ্দিন আহমেদ ঝন্টু কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, ‘সভায় মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রটোকল দ্বন্দ্বে শহীদ মিনারে ফুল না দেওয়ার বিষয়টি আমার জানা নেই।’ সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘প্রটোকল সমস্যা কি না জানি না। তবে আমি মনে করি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন জাতীয় দিবসে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার অধিকার মুক্তিযোদ্ধাদের। এরপর অন্যরা শ্রদ্ধা নিবেদন করবেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর