রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আট প্রতিষ্ঠানের সঙ্গে ইসির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা ক্লিয়ারেন্স ও অ্যাক্রেডিটেশন প্রদান বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদফতর ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আন্তমন্ত্রণালয় সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার আগারগাঁওয়ে কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এতে সভাপতিত্ব করবেন। জানা গেছে, ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চান ১৭৯ বিদেশি। তাদের মধ্যে ১৩১ জন পর্যবেক্ষক এবং ৪৮ জন সাংবাদিক। সব মিলিয়ে ইসির দেওয়া নির্ধারিত সময়ে নির্বাচন দেখতে আগ্রহী ১৭৯ জন আবেদন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর