সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দলীয় স্বতন্ত্রদের চ্যালেঞ্জে আওয়ামী লীগ

যশোরের ছয় আসনের পাঁচটিতেই জমজমাট লড়াই

সাইফুল ইসলাম, যশোর

দলীয় স্বতন্ত্রদের চ্যালেঞ্জে আওয়ামী লীগ

যশোরের ছয়টি আসনের মধ্যে ৫টিতেই আওয়ামী লীগের প্রার্থীরা নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন। একটি আসনে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র বাতিলই হয়ে গেছে। তিনি হাই কোর্টে রিট করেছেন। গতকাল পর্যন্ত সে রিটের কোনো ফলাফল পাওয়া যায়নি। আজ এ ব্যাপারে রায় হতে পারে বলে জানা গেছে। জেলার ৬টি আসনে ৩২ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন।  যশোর-১ (শার্শা উপজেলা) আসনে নৌকা প্রতীক নিয়ে পরপর তিনবারের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন চতুর্থবারের মতো প্রার্থী হয়েছেন। ওদিকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বেনাপোল পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লিটন। দুজনের মধ্যে ভোটের লড়াই বেশ জমে উঠবে বলে মনে করছেন অনেকে। যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মো. তৌহিদুজ্জামান তুহিন। তার বিপরীতে আওয়ামী লীগের দুই নেতা সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। যশোর-৩ আসনে গত দুইবারের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবারও নৌকার প্রার্থী হয়েছেন। একই দল থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। এ আসনে জাতীয় পার্টির কিছু ভোট আছে। সেক্ষেত্রে এ দলের প্রার্থী মাহবুব আলম বাচ্চু বেশকিছু ভোট পেতে পারেন। যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল মূল প্রতিদ্বন্দ্বিতা থেকেই ছিটকে পড়েছেন। নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছে। বিষয়টি নিয়ে তিনি হাই কোর্টে রিট করেছেন। আজ এ ব্যাপারে রায় হতে পারে বলে জানা গেছে। এখন পর্যন্ত এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রণজিত রায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন।যশোর-৫ (মনিরামপুর উপজেলা) আসনে নৌকার প্রার্থী হয়েছেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তবে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম ইয়াকুব আলীর চ্যালেঞ্জের মুখে পড়বেন। যশোর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অন্য আসনগুলোর মতো এখানেও তিনি স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এইচএম আমির হোসেনের চ্যালেঞ্জের মুখে পড়বেন। এ আসনের অন্য দুই প্রার্থী জাতীয় পার্টির জি এম হাসান ও আরেক স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. আজিজুল ইসলাম।

সর্বশেষ খবর