সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেনাপ্রধানের আমন্ত্রণে নৈশভোজে ভারতীয় ও রুশ যোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক

সেনাপ্রধানের আমন্ত্রণে নৈশভোজে ভারতীয় ও রুশ যোদ্ধারা

বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে বিশেষ নৈশভোজে অংশ নিয়েছেন ভারতীয় এবং রাশিয়ার বীর যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। শনিবার  ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন তারা।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার বক্তব্যে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় মিত্রবাহিনীর সব সদস্যের অবদান এবং রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় ভারতীয় এবং রুশ প্রতিনিধি দলের সিনিয়র সদস্যরা নিজ নিজ দেশের পক্ষ থেকে এই বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানান। আমন্ত্রিত অতিথিরা মিউজিক্যাল টিউনস উপভোগ করেন। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় এবং রুশ বীর যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসেন এবং তারা আগামীকাল নিজ নিজ দেশে ফিরে যাবেন।

সর্বশেষ খবর