সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিভিন্ন স্থানে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

প্রতিদিন ডেস্ক

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন স্থানে আরও শোকজের ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনকে শোকজ করা হয়েছে। কুমিল্লা নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ তাওহীদা আক্তার এ শোকজ করেন। নোটিসে উল্লেখ করা হয়, ‘সহকারী রিটার্নিং অফিসার ও মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো ভিডিও ফুটেজ থেকে জানা যায়- হোমনা উপজেলার পাথালিয়াকান্দি গ্রামের সংসদ সদস্য পদপ্রার্থী সেলিমা আহমাদ মেরীর বাসভবনের উঠানে একটি সভায়- মেঘনা উপজেলার ৮০% ভোট কাস্ট করে সংসদ সদস্য পদপ্রার্থী সেলিমা আহমাদ মেরীকে বিজয়ী করবেন উল্লেখ করে বক্তব্য দিয়ে তিনি নির্বাচনি প্রচারণা করেন। এ অভিযোগের জবাবের সপক্ষে সাক্ষ্য-প্রমাণসহ আগামী ১৯ ডিসেম্বর কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।’

চট্টগ্রাম : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে এমন অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব। রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কমিটির কাছে  প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়, আবু রেজা নদভীর প্রত্যক্ষ অংশগ্রহণ ও নির্দেশে নির্বাচনি আচরণবিধিবহির্ভূত কাজ করছেন। গত ১৩ ডিসেম্বর  লোহাগাড়া উপজেলার একটি রেস্টুরেন্টের ভিতর আয়োজিত এক সভায় নির্বাচন প্রভাবিত করার মতো বক্তব্য রাখেন। এ ঘটনায় স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে অবহিত করার পরও প্রশাসন কর্তৃক অনতিবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরও তারা বিধিবহির্ভূত কর্মকান্ড বন্ধ করেনি। গত ১৬ ডিসেম্বর স্থানীয় শহীদ মিনারে বিজয় দিবসের আয়োজনে পুষ্পদানকে কেন্দ্র করে আয়োজিত সমাবেশে  দেখা যায়, আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীনের স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী তার  নেতৃত্বে সমর্থক নিয়ে প্রতীকের নাম উচ্চারণপূর্বক প্রার্থীর নামে স্লোগান দিতে থাকেন। একই দিনে একই স্থানে অপর একটি সমাবেশে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরীর নেতৃত্বেও অনুসারী নিয়ে প্রতীকের নাম উচ্চারণপূর্বক প্রকাশ্যে স্লোগান দিয়েছেন। নওগাঁ : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আওয়ামী লীগের প্রার্থী ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল বিকালে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে শোকজের জবাব দেন তিনি। গতকাল বিকাল ৩টার দিকে নওগাঁ-১ আসনের জন্য গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান ও সহকারী জজ (জয়পুরহাট) ইফতেখার শাহরিয়ারের কাছে সশরীরে হাজির হয়ে নোটিসের লিখিত জবাব দেন। লিখিত ব্যাখ্যায় খাদ্যমন্ত্রী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে নির্বাচনি আচরণবিধিমালা প্রতিপালনে সতর্ক থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ খবর