মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সোনার দাম ভরিতে বাড়ল ১১৬৭ টাকা

নিজস্ব প্রতিবেদক

সোনার দাম ভরিতে বাড়ল ১১৬৭ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৮১৭ থেকে ১১৬৭ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর খবর জানানো হয়েছে।

বাজুসের মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ   করা হয়েছে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। ২১ ক্যারেটের ভরিতে ১ হাজার ৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা। ১৮ ক্যারেটের ভরিতে ৯৩৪ টাকা বাড়িয়ে দাম ধরা হয়েছে ৮৯ হাজার ৪০৫ টাকা। সনাতন পদ্ধতির ১ ভরি সোনার দাম ৮১৭ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বেড়েছে রুপার দামও : ৩৮৫ টাকা বেড়ে ২২ ক্যারেটের রুপার ভরির  দাম হয়েছে ২১০০ টাকা। ২১ ক্যারেটের ভরিতে ৩৭৩ টাকা বেড়ে দাম পড়বে ২০০৬ টাকা। ১৮ ক্যারেটের ভরিতে ৩১৫ টাকা বেড়ে দাম    পড়বে ১৭১৫ টাকা। সনাতন পদ্ধতিতে ভরিতে ২৩৩ টাকা বেড়ে দাম ধরা হয়েছে ১২৮৩ টাকা।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর