মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে দরপতন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনে শেয়ারবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে সূচক লেনদেনের পরিমাণ। ডিএসইতে দেড়শ কোটি টাকার বেশি লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৩২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৯টি কোম্পানির শেয়ার। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৬৪২ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয় ৬২৪ কোটি টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১৬৪ কোটি টাকা। বেশিরভাগ কোম্পানির দর কমায় ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের চেয়ে ৫.৬৪ পয়েন্ট কমে ৬২৫১.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনের শীর্ষে ছিল অলিম্পিক এক্সেসরিজ। দ্বিতীয় শীর্ষে ছিল প্যাসিফিক ডেনিমস ও তৃতীয় শীর্ষে ছিল ইভেন্স টেক্সটাইল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৭৩টি কোম্পানির লেনদেন হয়েছে।

এর মধ্যে ২৭টির কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ৬৮টি এবং ৭৮টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল।

টাকার পরিমাণ লেনদেন হয়েছে ১৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সিএসইর সার্বিক সূচক সিএসসিএক্স ১৬ পয়েন্ট কমে ১১ হাজার ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর