বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রংপুরে ৩৩ আসন টার্গেট জাপার

আওয়ামী লীগের ছাড় দেওয়া সব আসনে জয় নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ৩৩ আসন টার্গেট জাপার

রংপুর বিভাগের আট জেলায় সংসদের ৩৩টি আসন রয়েছে। এর মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নয়টি ছেড়ে দিয়েছে। কিন্তু জাতীয় পার্টির প্রার্থীরা ৩৩ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজেদের ঘাঁটি বলে দাবি করা রংপুর বিভাগে জাতীয় পার্টি কতটা সুবিধা করতে পারবে এ নিয়ে চলছে আলোচনা, জল্পনাকল্পনা। ভোটারদের মতে, আওয়ামী লীগের দেওয়া আসনগুলোয় জাতীয় পার্টি খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। এর মধ্যে একাধিক আসন হারাতে পারে দলটি। স্থানীয়দের মতে, ঘাঁটিতেই নড়বড়ে জাতীয় পার্টি।

জানা গেছে, রংপুর বিভাগের ৩৩ আসনে ভোটযুদ্ধে রয়েছেন ১৯০ প্রার্থী। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন সবকটি আসনে। রংপুর জেলার ছয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএফ, ইসলামী ঐক্যফ্রন্টসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, তেমন একটা প্রতিদ্বন্দ্বী না থাকায় রংপুর সদর আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদের সুবিধাজনক অবস্থানে রয়েছেন। অন্যদিকে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ারকে স্বতন্ত্র প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে। এখানে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুর অবস্থান ভালো। এখানে দুই স্বতন্ত্রের যে কোনো একজনের বিজয়ের সম্ভাবনা রয়েছে। ফলে এ আসনটি জাপার হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। রংপুরের দুটি আসন ছাড়াও গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টিকে আসন ছেড়েছে আওয়ামী লীগ। ওইসব আসনে জাতীয় পার্টির শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র আওয়ামী লীগারদের সঙ্গে। ৩৩ আসনের ২৪টিতে জাতীয় পার্টি আওয়ামী লীগের বিপক্ষে প্রার্থী দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ২৪ আসনের বেশ কয়েকটিতে জাতীয় পার্টির প্রার্থী একেবারে নতুন। জনগণের সঙ্গে অনেকেরই যোগাযোগ নেই। তাই তারা তেমন একটা সুবিধা করতে পারবেন না বলে মনে করছে সাধারণ ভোটাররা। সব মিলিয়ে দেখা গেছে, ঘাঁটিতেই নড়বড়ে অবস্থায় জাতীয় পার্টির অধিকাংশ প্রার্থী। তবে জাতীয় পার্টির দাবি, তারা ৩৩ আসনেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে রয়েছে। জেলা জাতীয় পার্টির সদস্যসচিব হাজি আবদুর রাজ্জাক বলেন, ‘রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। বিভাগের ৩৩ আসনেই জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাঙলের প্রার্থীরা। রংপুর বিভাগে ভোটার ১ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৯৬২ জন। নারী ৬৬ লাখ ৫১ হাজার ৪১, পুরুষ ৬৬ লাখ ৪৮ হাজার ৮২৪ জন। পুরুষের তুলনায় ২ হাজার ২১৭ জন নারী ভোটার বেশি। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৯৭ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর