বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রচারণায় সরগরম অলিগলি

আজহার মাহমুদ, চট্টগ্রাম

প্রচারণায় সরগরম অলিগলি

উঠান বৈঠক, কুশল বিনিময়, ভোট প্রার্থনা আর গণসংযোগে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। ১৬ আসনের প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটার, প্রার্থী ও সমর্থকদের পদচারণে সরগরম নগর ও জেলার অলিগলি, হাটবাজারসহ বিভিন্ন এলাকা। বেশির ভাগ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতির কারণে জমে উঠেছে প্রচার। চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত বিজয় র‌্যালিতে অংশ নেন। গতকাল রাঙ্গুনিয়ার পূর্ব লিচুবাগান বাসস্ট্যান্ডে এক পথসভায় বক্তব্য দেন তিনি। পরে লিচুবাগান থেকে র‌্যালি শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ২০ কিলোমিটার প্রদক্ষিণ করে তাপবিদ্যুৎ গেট এলাকায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে হাজারো নেতা-কর্মী-সমর্থক অংশ নেয়। চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গতকাল আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল সাহেরখালীসহ কয়েকটি ইউনিয়নে উঠান বৈঠক করেছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনও গতকাল আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। চট্টগ্রাম-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন গতকাল দিনভর প্রচার, গণসংযোগের সময় ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন। চট্টগ্রাম-৯ আসনে নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমও দিনভর প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ আসনে একই দলের প্রার্থী এস এম আল মামুন, চট্টগ্রম-১৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানসহ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরাও দিনভর নির্বাচনি কার্যালয় উদ্বোধন, জনসংযোগ, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর