বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আমি জাল ভোটে এমপি হতে চাই না : আলাউদ্দিন নাসিম

ফেনী প্রতিনিধি

আমি জাল ভোটে এমপি হতে চাই না : আলাউদ্দিন নাসিম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম গতকাল গণসংযোগকালে বলেন, ‘আমি জাল ভোটে এমপি হতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। আমার দলের কোনো নেতা-কর্মী মানুষের ওপর অন্যায় জুলুম করলে বিন্দুমাত্র ছাড় নেই। নাসিম আঞ্চলিক ভাষায় বলেন- ‘আই আন্নের গো লগের মানুষ, আন্নেরা ভেগগুন আলাউদ্দিন চৌধুরী নাসিম। আমি আপনাদের কামলা হিসেবে আপনাদের মাঝে থাকতে চাই।’ কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আলাউদ্দিন চৌধুরী নাসিম।

গতকাল সকাল থেকে ছাগলনাইয়া পৌর এলাকার অলিগলি চষে বেড়িয়েছেন তিনি। তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র মুহাম্মদ মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক প্রমুখ। বিকালে ঘোপাল ইউনিয়ন সমিতি বাজার ও পুরাতন মুহুরীগঞ্জ বাজারে গণসংযোগ করেন নাসিম। সন্ধ্যার পর শুভপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান মজনুর নেতৃত্বে নতুন বাজার ও দারোগাহাট রাস্তা মাথা এলাকায় গণসংযোগ করা হয়। রাতে রাধানগর ইউনিয়ন গণসংযোগের মধ্য দিয়ে এক দিনের ব্যস্ত সময় পার করেছেন নাসিম চৌধুরী।

আলাউদ্দিন নাসিমের প্রচারে অভিনেত্রী শমী কায়সার : ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমর্থনে মহিলা সমাবেশে যোগ দিয়েছেন অভিনেত্রী শমী কায়সার। গতকাল বিকালে পরশুরামের শালধর মুহাম্মদ আলী উচ্চবিদ্যালয়ে সমাবেশে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইর সহসভাপতি অভিনেত্রী শমী কায়সার। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও আলাউদ্দিন নাসিমের সহধর্মিণী ডা. জাহান আরা আরজু, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সোহেলী আহমেদ সুইটি, সাবেক অতিরিক্ত সচিব এ এফ এম নুরের সাফা চৌধুরী (এনডিসি), আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের শাশুড়ি আফসানা চৌধুরী। সভাপতিত্ব করেন চিথলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসরিন সুলতানা।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিমের পরিচালনায় আরও বক্তৃতা করেন ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বশর মজুমদার তপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, ফেনী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান আজাদ, ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন তুহিন প্রমুখ। বক্তারা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর