বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ভোট সংক্ষেপ

কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সংসদীয় (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিক নৌকার প্রচারণা শুরু হয়েছে। গতকাল সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আনন্দ মিছিলের মধ্য দিয়ে দলীয় নেতা-কর্মীরা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, মো. কামাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, হান্নান শেখসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার নির্বাচনী প্রধান এজেন্ট সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, বিগত ১৫ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নচিত্র তুলে ধরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রদানে আকৃষ্ট করা হবে। ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনাকে আবারও দরকার।

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা ছাড়া অন্য প্রার্থীরা হলেন- এম নিজাম উদ্দিন লস্কর (বিএসপি-একতারা), মো. সহিদুল ইসলাম মিন্টু (বাংলাদেশ কংগ্রেস-ডাব), শেখ আবুল কালাম (এনপিপি-আম) সৈয়দা লিমা হাসান (গণফ্রন্ট-মাছ) ও মাহাবুর মোল্লা (জাকের পার্টি-গোলাপ ফুল)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর