বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
দ্বাদশ সংসদ নির্বাচন

তৃণমূলে এখনো দ্বিধাদ্বন্দ্বে জাপা

খুলনায় রুদ্ধদ্বার বৈঠক, নির্বাচনে না থাকার পরামর্শ

সামছুজ্জামান শাহীন, খুলনা

তৃণমূলে এখনো দ্বিধাদ্বন্দ্বে জাপা

মহাজোটের শরিক হলেও খুলনার ছয় আসনে জাতীয় পার্টিকে ছাড় দেয়নি আওয়ামী লীগ। ফলে ভোটের মাঠে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীদের মোকাবিলায় নেমে বেকায়দায় পড়েছেন জাপা প্রার্থীরা। দলের নেতা-কর্মীরা নির্বাচনে অংশ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। এ অবস্থায় তৃণমূলে পরিস্থিতি পর্যবেক্ষণে রুদ্ধদ্বার বৈঠক করেছেন খুলনা জাপার শীর্ষনেতারা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই দিন ভোটার ও নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন প্রার্থীরা। যদি সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকে তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়েছেন শীর্ষনেতারা। জানা যায়, গতকাল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর ডাকবাংলা মোড়ে জাপা অফিসে নয় উপজেলা ও সদরের আট থানা সভাপতি, সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন জাপা প্রার্থীরা। এতে অধিকাংশ নেতা-কর্মীই নির্বাচন থেকে সরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন বলে বৈঠকসূত্রে জানা গেছে। মহানগর জাপা সাধারণ সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ভাগাভাগির এ নির্বাচনে ভোটাররা আমাদের কীভাবে নেবেন তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। যদি ভোটাররা আস্থা হারান, তাহলে ভোটের মাঠে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটা সুষ্ঠু ভোটের কথা বলছে, কিন্তু এখানে নৌকার বিরুদ্ধে নৌকার আরেক প্রার্থীকেই স্বতন্ত্র হিসেবে দাঁড় করানো হয়েছে। সে ক্ষেত্রে নির্বাচনি কৌশলে চ্যালেঞ্জের মুখে পড়েছে জাপা।’ দলের শীর্ষনেতারা জানান, খুলনা জাপার রুদ্ধদ্বার বৈঠকে মাঠের অধিকাংশ নেতাই নির্বাচন থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। নির্বাচনে অংশ নিলে ভোটাররা জাপা প্রার্থীর প্রতি আগ্রহ হারাবেন। এ ছাড়া নেতা-কর্মীর অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকবেন, ফলে সাংগঠনিকভাবে দল ক্ষতিগ্রস্ত হবে। জেলা জাপা সভাপতি ও খুলনা-৬ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেন, ‘আমরা আরও দুই দিন মাঠে পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আদৌ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কি না দেখা হবে। তারপর তৃণমূলের মতামত পার্টির চেয়ারম্যানকে জানানো হবে।’ তিনি বলেন, ‘কর্মী নিয়েই দল। নির্বাচনি পরিবেশ যদি অনুকূলে না থাকে, কর্মীরা যদি না চান তাহলে দল নির্বাচন থেকে সরে আসতেও পারে।’ জানা যায়, জাতীয় পার্টির হয়ে খুলনা-১-এ কাজী হাসানুর রশিদ, খুলনা-২-এ মো. গাউসুল আজম, খুলনা-৩-এ মো. আবদুল্লাহ আল মামুন, খুলনা-৪-এ মো. ফরহাদ আহমেদ, খুলনা-৫-এ মো. শাহীদ আলম ও খুলনা-৬-এ মো. শফিকুল ইসলাম মধু প্রার্থী হয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর