বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী : ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক

বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী : ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আজকের অসহযোগ আন্দোলনের ঘোষণা নতুন করে এ সত্য প্রতিষ্ঠা করেছে যে, বিএনপি একটি উদারপন্থি রাজনৈতিক দল। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আস্থাশীল হয়ে বিএনপি প্রতিবাদ ও আন্দোলন করে। গতকাল বিএনপির ‘নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন’-এর ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ক্ষমতাসীন সরকারের দীর্ঘ ১৫ বছরের অপশাসন, মামলা-হামলা, জুলুম-নির্যাতন, দুর্নীতি-লুটপাট, আর্থিক অব্যবস্থাপনা ও বিদেশে টাকা পাচারের মাধ্যমে দেশকে নৈতিক ও সামাজিকভাবে ধ্বংস করেছে। অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। এক বছরের বেশি সময় ধরে দেশের জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি আজ (বুধবার) সরকারের ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির এই নীতিনির্ধারক বলেন, লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে এ সরকার এক গভীর অমানিশার অন্ধকারে নিমজ্জিত করেছে। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। সেই উদ্দেশ্যেই বিএনপি অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে; যা সরকারকে সংঘাতের পথ থেকে বেরিয়ে এসে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের পথ উন্মুক্ত করবে।

তিনি বলেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই কেবল এ দেশে গণতন্ত্র ফিরে আসতে পারে; যা অর্জন করার উদ্দেশ্যে বিএনপির প্রতিটি নেতা-কর্মী আজ রাজপথে নেমেছে। বিএনপির জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, বরং এ দেশের সব মানুষের মৌলিক ভোটের অধিকারসহ সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথের এ আন্দোলন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর