বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ভোট সংক্ষেপ

আজ পাঁচ জেলায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি এই পাঁচ জেলায় আজ নির্বাচনি জনসভা করবে আওয়ামী লীগ। তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলাদা আলাদাভাবে সবকটি জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকাল ৩টায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ কর্মসূচিগুলোতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলাগুলোর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ জেলার ভার্চুয়াল জনসভা সফলভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পর জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন তিনি। আগামী ২৯ ডিসেম্বর বরিশাল জেলা সদরের নির্বাচনি জনসভায় সশরীরে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী যাবেন নিজ জেলা গোপালগঞ্জ, এরপর মাদারীপুর। ওই দিন প্রথমে তিনি নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩-এ জনসভায় বক্তব্য দেবেন। এরপর মাদারীপুর-৩ আসনের নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর