বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি : সিইসি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। ভোটাররা কেন্দ্রে আসবেন। আশা করা যায় ভোটও সুষ্ঠু হবে। আমরা এবং প্রার্থীরা সবাই মিলে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসবেন।’ গতকাল দুপুর ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রাজশাহী জেলার ছয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, মতবিনিময়ে প্রার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। কীভাবে সেগুলো নিরসন করা যায় সে গাইডলাইন প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, ‘আপনারা বিশ্বাস রাখুন সবার প্রয়াসে নির্বাচন সফল হবে। আপনারাও (সাংবাদিকরা) স্বচ্ছতার ব্যাপারে ভূমিকা রাখবেন। আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। সুষ্ঠু নির্বাচন দেওয়ার চেষ্টা করব।’ তিনি বলেন, কোথাও যদি আচরণবিধির ব্যত্যয় ঘটে, লঙ্ঘন ঘটে, কোনোরকম সহিংসতা হয় তাৎক্ষণিকভাবে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয় সেই মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর দুপুর ১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা সভায় যোগ দেন সিইসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর