শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাবির হলে শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার মারধর, তদন্ত কমিটি গঠন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হলে শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার মারধরের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল হলের অধ্যাপক মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হলে আবাসিক শিক্ষার্থী মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, হলের আবাসিক শিক্ষক ড. অনীক কৃষ্ণ কর্মকারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। এর আগে, ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের লতিফ হল ছাত্রলীগের নেতা তাসকিফ আল তৌহিদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ করেন পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মফিজার রহমান। তিনি হলের ১০৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। সেদিন হল থেকে বেরিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পথে এ ছাত্রলীগ নেতার সঙ্গে মফিজুর রহমানের দেখা হয়। তারপর বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞেস করার একপর্যায়ে অতিথি কক্ষে নিয়ে যায় এবং মারধর করে হল ছাড়ার হুমকি দেয় তৌহিদ। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে হলের প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগপত্র দেন ভুক্তভোগী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর