শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

তারের জঞ্জাল সরাতে চান চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তারের জঞ্জালে ম্লান হওয়া চট্টগ্রামের সৌন্দর্য ফেরাতে চান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল দুপুরে চসিক কার্যালয়ে এ ব্যাপারে করণীয় নির্ধারণে ডিশ ও ইন্টারনেট সংযোগ প্রদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সভা করা হয়। সভায় চসিক মেয়র বলেন, বাণিজ্যিক নগরী হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চট্টগ্রামের যে গুরুত্ব আছে, তারের জঞ্জালের কারণে তা ম্লান হয়ে যাচ্ছে। নগরীর সৌন্দর্য ও নিরাপত্তার স্বার্থে তারের জঞ্জাল অপসারণ করতে চাই। তিনি বলেন, সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ডিশ, ইন্টারনেট সংযোগ ক্যাবল ব্যবস্থাপনা হলে বৈদ্যুতিক পিলারে দুর্ঘটনা কমবে, শহরের সৌন্দর্য বাড়বে।

আবার তার কাটা ও চুরি রোধ হওয়ায় ব্যবসায়ীরাও লাভবান হবে। তবে কাজটি চ্যালেঞ্জিং। তাই সবার মতামতের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে পয়লা ফেব্রুয়ারি থেকে এ সমস্যা সমাধানে কাজ শুরু করতে চাই। সভায় চসিকের পরিবেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাস সুমন বলেন, তারের জঞ্জাল অপসারণে ক্যাবল ট্রে ব্যবহার করা যায়। পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল বলেন, লালখান বাজার ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ড্রেনেজ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ভূ-গর্ভস্থ কেবল নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ চলছে। চসিকের সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, সহকারী স্থপতি আবদুল্লাহ আল ওমরসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর