শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংসদ নির্বাচন

দ্বিমুখী সংকটে আওয়ামী লীগ-বিএনপি

খুলনায় ‘লেভেল ফিল্ড’ না থাকার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের

সামছুজ্জামান শাহীন, খুলনা

দ্বিমুখী সংকটে আওয়ামী লীগ-বিএনপি

খুলনায় দ্বিমুখী রাজনৈতিক সংকটে পড়েছে বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীদের ছাড় দিলেও এবার তারাই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না থাকার অভিযোগের আঙুল তুলছেন সরকার ও নির্বাচন সংশ্লিষ্টদের দিকে। অন্যদিকে রাজপথের আন্দোলন কর্মসূচিতে পথে না নামায় তীব্র সমালোচনার মুখে পড়ছেন বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা। জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-২ ও ৩ আসনে নির্ভার রয়েছেন নৌকার প্রার্থীরা। তবে খুলনা-১, ৪, ৫ ও ৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিপরীতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ ঘরোনার নেতারা। তাদের অনেকেই এখন নির্বাচনের পরিবেশ অনুকূলে নেই বলে অভিযোগ তুলছেন। একই সঙ্গে আওয়ামী লীগের একটি অংশ নৌকার বিপক্ষে মাঠে নেমেছেন। এতে অস্বস্তিতে পড়ছেন প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থী, তাদের সমর্থক ও নির্বাচন সংশ্লিষ্টরা। জানা যায়, খুলনা-৪ আসনে নৌকা প্রার্থী আবদুস সালাম মুর্শেদীর বিপক্ষে প্রার্থী হয়েছেন সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি এস এম মোর্ত্তজা রশিদী দারা। তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনার যে কমিটমেন্ট করেছেন, প্রশাসনের কাছে দাবি তারা যেন সেই অনুযায়ী নির্বাচনের পরিবেশ বজায় রাখেন। তিনি বলেন, আইন সবার জন্য সমান। কে সরকারি দল, কে বিরোধী দল? কার কত টাকা আছে? কে মাস্তান? এগুলো দেখবেন না।’ উল্লেখ্য, এ আসনে নৌকার প্রার্থী দুবারের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী। এ ছাড়া নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন খুলনা-৫ আসনে আওয়ামী লীগ নেতা, সাবেক ফুলতলা উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন এবং খুলনা-৬ আসনে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জি এম মাহাবুবুল আলম। আওয়ামী লীগের একটি অংশ এরই মধ্যে তাদের পক্ষে প্রচারণায় মাঠে সক্রিয় হয়েছেন। অন্যদিকে আন্দোলনে মাঠে না নামায় মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের কড়া সমালোচনা করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা। নেতা-কর্মীরা জানান, ২৮ অক্টোবর থেকে ধরপাকড় শুরু হলে আত্মগোপনে চলে যান খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। গত দেড় মাসে হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন হলেও কোনো কর্মসূচিতে তাদের দেখা যায়নি। এ নিয়ে কমিটির শীর্ষ নেতাদের নিয়ে সমালোচনা চলছে দীর্ঘদিন ধরে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর