শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

টেকনাফের গহিন পাহাড়ি এলাকা থেকে ফেনসিডিল ইয়াবা ও অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে গহিন পাহাড়ে পৃথক অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল এবং দুটি অস্ত্র উদ্ধার করেছে। এ সময় রফিক ওরফে বার্মাইয়া রফিকসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।  র‌্যাব জানায়, তারা বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রংগীখালী গহিন পাহাড় ও বড় হাবিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ বিষয়ে গতকাল দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, র‌্যাব  জানতে পারে টেকনাফের গহিন পাহাড়ে মাদক কারবারিরা ইয়াবা আইস ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদক মজুদ করেছে। এই খবরের ভিত্তিতে র‌্যাবের একাধিক টিম হ্নীলা ইউনিয়নের রংগীখালী গহিন পাহাড়ে অভিযান চালায়। অভিযানে র‌্যাব টিম মিয়ানমারের কুখ্যাত মাদক কারবারি নবী হোসেনের অন্যতম সহযোগী মো. রফিক আহাম্মেদ প্রকাশ ওরফে বারমাইয়া রফিক ও তার একান্ত সহযোগী ফরিদ আলমকে রংগীখালীর গহিন পাহাড়ি এলাকা থেকে এবং বড় হাবিবপাড়া এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। অভিযান চলাকালে পাহাড়ি এলাকায় বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে উদ্ধার করা হয় ৩ লাখ ১৪ হাজার পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, দুটি ওয়ান শুটার গান এবং চার রাউন্ড কার্তুজ। অন্যদিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরপাড়া এলাকার জনৈক সৈয়দুর রহমানের বসতঘর থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ সৈয়দ এবং আজিজ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

ব্রিফিংয়ে লে. কর্নেল সাজ্জাদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পরস্পর যোগসাজশে পার্শ্ববর্তী মিয়ানমার হতে মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর