শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ভোট সংক্ষেপ

উৎসবমুখর ভোটের পরিবেশ গড়ে তুলতে হবে

বঙ্গবীর কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বিপুল পরিমাণ ভোটারকে কেন্দ্রে নিয়ে উৎসবমুখর পরিবেশ গড়ে তুলতে গামছা মার্কার দরকার আছে।

গতকাল সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি বাজারে গামছা মার্কার পথসভায় তিনি এ কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, গামছা মার্কা তৈরি করেছি মানুষকে পাহারা দেওয়ার জন্য। যতক্ষণ বেঁচে থাকি মানুষের পাশে দাঁড়িয়ে যেন বেঁচে থাকতে পারি। তিনি উল্লেখ করেন, ‘আমার ২ কোটি টাকা ঋণ, তার জন্য তিনবার নির্বাচনে অংশ নিতে পারিনি। আর যাদের ৫০ হাজার কোটি টাকা ঋণ- তাদের কিচ্ছু হয় না। এর জন্য যুদ্ধ করিনি। আমি যুদ্ধ করেছিলাম গরিব মানুষের সম্মানের জন্য, আর মা-বোনের ইজ্জতের জন্য।’ দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লাল, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর