শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পানিসম্পদ মন্ত্রী আবদুর রাজ্জাকের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ২৩ ডিসেম্বর এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য, জননেতা আবদুর রাজ্জাক লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ছয় দফা আন্দোলন, ’৬৯-এর গণ অভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবদুর রাজ্জাক পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ’৭১-এর ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম পুরোধা। এ উপলক্ষে ডাম্যুডা উপজেলা আওয়ামী লীগ, আবদুর রাজ্জাক স্মৃতি সংসদ ও আবদুর রাজ্জাক ফাউন্ডেশন, শরীয়তপুর ফাউন্ডেশন যৌথ উদ্যোগে সকাল ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর