শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

এসটিএস নির্মাণকাজ বন্ধের দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন

রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে গৃহস্থালির বর্জ্য রাখার অস্থায়ী ভাগাড় বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। এ লক্ষ্যে তারা গতকাল বাদ জুমা ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করে। তারা এলাকার প্রতিটি বাড়ির সামনে পাঁচ মিনিট দাঁড়িয়ে মানববন্ধন ও মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করে। তাদের দাবি, আবাসিক এলাকার মধ্যে দুর্গন্ধ, ময়লা পানি আর মশামাছির উপদ্রবের নেপথ্যের কারণ হবে ময়লার ডাম্পিং স্টেশনটি। এটি নির্মিত হলে ওই রাস্তায় বর্জ্য-ময়লা পরিবহনের ভ্যান ও বড় যানবাহন চলাচল করলে জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে যাবে। এ ছাড়া রাস্তায় শিশু ও বয়স্করা সকালসন্ধ্যা হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি এবং শরীরচর্চা করে। ভাগাড়টি চালু হলে তা করা সম্ভব হবে না। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর