রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

এভাবে নির্বাচন দিয়ে টাকা খরচের প্রয়োজন নেই

-বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তামাশা ও ভাগবাটোয়ারার নির্বাচন। এভাবে নির্বাচন দিয়ে দেশের কোটি কোটি টাকা খরচের কোনো প্রয়োজন নেই। দেশের মানুষ এ ধরনের নির্বাচন দেখতে চায় না। মানুষ এ নির্বাচন বর্জন করবে। গতকাল পুরানা পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা বিভাগীয় দায়িত্বশীল প্রশিক্ষণ মজলিসে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ। 

মাওলানা জালালুদ্দীন আরও বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় ইসলামবিরোধী সব পাঠ বাতিল করতে হবে। অন্যথায় আলেম-ওলামা ও ইসলামী দলগুলো দেশের জনগণকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। দেশে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব সরকারের। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর