রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ভোট সংক্ষেপ

স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিনের দ্বৈত নাগরিকত্ব নিয়ে তদন্তের নির্দেশ

নোয়াখালী-১ আসন

নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তথা বিদেশি নাগরিকত্বের তথ্য গোপন করে নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকার আর আমিন। এমনটাই অভিযোগ করে ১৯ ডিসেম্বর হাই কোর্টে রিট পিটিশন (১৬৬৯২/২০২৩) দায়ের করেছেন শফিকুর রহমান নামে এক ব্যক্তি। ওই পিটিশনে বর্ণিত স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিনের দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত অভিযোগ তদন্ত করে ২৭ ডিসেম্বরের মধ্যে হাই কোর্টে দাখিলের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিট পিটিশনের নির্দেশনা অনুসারে তদন্ত কার্যক্রম সম্পাদনের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযোগকারী শফিকুর রহমান ও অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিনকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আজ তাদের ইসিতে আসার কথা রয়েছে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে খন্দকার আর আমিন গত ২৮ মার্চ সিঙ্গাপুর গমন করেন। বিষয়টি হাই কোর্ট বিভাগের নজরে আসায় তদন্তের নির্দেশনা দিয়েছেন হাই কোর্ট। ইমিগ্রেশন রিপোর্ট খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর