রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সরকার ভোটাধিকার কেড়ে রাষ্ট্রের অস্তিত্ব হুমকিতে ফেলছে : জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ সরকার ভোটের সংজ্ঞা, নির্বাচনের সংজ্ঞা, অংশগ্রহণমূলক নির্বাচনের সংজ্ঞা বদলে দিয়েছে। এরা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মধ্যে ফেলছে। গতকাল ‘নির্বাসিত গণতন্ত্র ও বিপন্ন মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এ আলোচনা সভার আয়োজন করে ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট। জোনায়েদ সাকি বলেন, ৭ তারিখে কোনো নির্বাচন হচ্ছে না, কোনো ভোট হচ্ছে না। ৭ তারিখে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। বাংলাদেশের কোনো দেশপ্রেমিক ৭ তারিখে ভোট কেন্দ্রে যেতে পারে না।

এ সরকারকে ৭ তারিখ পর্যন্ত অসহযোগিতা করে আমাদের বিরাট এক জাগরণ তৈরি করতে হবে।

তিনি বলেন, কৃষিমন্ত্রী বলেছেন বিএনপিকে নির্বাচনে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাহলে এক রাতে ২০ হাজার নেতা-কর্মীকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। তার মানে ভিক্ষার সিট দিয়ে বিএনপিকে নির্বাচনে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নেই। প্রতিদ্বন্দ্বিতা ওনাদের (আওয়ামী লীগ) জোট মিত্র, মহাজোট মিত্ররাও করতে চায় না। তারাও (জোট মিত্র) এ সরকারের সুষ্ঠু নির্বাচনের ওপর ভরসা রাখে না। ফলে তারা আগে-ভাগে আসনের নিশ্চয়তা চেয়েছে। এমন নগ্ন ঘটনা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি।

ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর