রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিল দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৪৩তম বিসিএসের নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানিয়েছেন ৪৩তম বিসিএসের ফলাফলপ্রত্যাশীরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন থেকে এ দাবি জানান তারা। এ সময় ক্যাডার ও নন-ক্যাডার ফলাফল আলাদা প্রকাশ করে নতুন নন-ক্যাডার বিজ্ঞপ্তি এবং ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের চয়েজ লিস্ট বাতিল করে অধিকসংখ্যক প্রার্থীর চাকরির সুপারিশের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

চাকরিপ্রত্যাশীরা বলেন, ক্যাডার ও নন-ক্যাডার ফলাফল একসঙ্গে দেওয়ার কোনো বিধি না থাকা সত্ত্বেও পিএসসি ৪৩তম বিসিএসে তড়িঘড়ি করে একসঙ্গে ফলাফল প্রকাশের ঘোষণা দিয়েছে। ফলে সময় স্বল্পতার কারণে নন-ক্যাডার পদের সংখ্যা অন্যান্য বিসিএসের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। 

মানববন্ধনে বক্তারা আরও বলেন, আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আন্দোলন ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর