রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চায়না-বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ ও জ্বালানি খাত, সড়ক ও সেতু, রেলওয়ে ও সিভিল এভিয়েশন, মেরিন অ্যান্ড হারবার, আইসিটি, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট সেক্টর, ট্রেড অ্যান্ড সার্ভিস সেক্টর, নারী উদ্যোক্তা, এসএমই, করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে তাৎপর্যপূর্ণ অবদান রাখায় চায়না-বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে ২৭ কোম্পানি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১৫ বাংলাদেশি ও ১২ চায়নিজ কোম্পানির নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ও চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিইএবি) আয়োজিত এ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আরও বক্তব্য দেন সিইএবির প্রেসিডেন্ট কে চিয়াংলিয়াং ও বিসিসিসিআই সাধারণ সম্পাদক আল মামুন মৃধা।

 পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে মৃধা বিজনেস লিমিটেড; নিউ এরা ফ্যাশনস এমএফআরএস (বিডি) লিমিটেড; চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি; যমুনা ম্যাটার ইন্ডাস্ট্রিজ; চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি); মীর আক্তার হোসেন; চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড; ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড; পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না; আরিদদ টেক সার্ভ লিমিটেড; মেরিন ও সানি হেভি ইন্ডাস্ট্রি বাংলাদেশ লিমিটেড; সাইফ পাওয়ারটেক লিমিটেড; হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড; ডেফোডিল কম্পিউটারস লিমিটেড; এলডিসি গ্রুপ; শাহ ফতেউল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেড; নিউ হোপ লিউহি বাংলাদেশ রিজিওন; হেনা এন্টারপ্রাইজেস লিমিটেড; এসিআই লিমিটেড; সেমস গ্লোবাল; ইউনিমাস স্পোর্টসওয়্যার লিমিটেড; নিটেক্স; নিউটপ টেক্সটাইল (বিডি) লিমিটেড; তোহফা এন্টারপ্রাইজেস; ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন ও প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর