সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

তরুণ ভোটারদের দৃষ্টি পরিচ্ছন্ন প্রার্থীর দিকে

চট্টগ্রামে নতুন ভোটার ৯ লাখ ৩৯ হাজার ৪৬০ জন

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

তরুণ ভোটারদের দৃষ্টি পরিচ্ছন্ন প্রার্থীর দিকে

ডিজিটাল থেকে স্মার্টের পথে দেশ। সঙ্গে আধুনিক ও সচেতন হচ্ছে দেশের মানুষ। বাড়ছে শিক্ষিতের হার। তদুপরি নতুন ভোটারদের মধ্যে সিংহভাগই শিক্ষিত। তাই তরুণ ভোটারদের দৃষ্টি শিক্ষিত পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের প্রার্থীর দিকে। তরুণ সব ভোটারের ভাবনা- ভোট দেব শিক্ষিত, সৎ ও পরিচ্ছন্ন প্রার্থীকে। ডিজিটাল প্রজন্ম এখন ঝুঁকছে পরিচ্ছন্ন প্রার্থীর দিকে। তবে নানা কারণে পুরাতন ভোটারদের মধ্যে অনেকেই ভোট প্রদানে অনীহা থাকায় নতুন ভোটারদের কদর বেশি। ফলে জয়-পরাজয়েও এই তরুণ ও নতুন ভোটাররা অনেকটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ভোটার ৬৫ লাখ ৭৬ হাজার ৯২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৬৩ হাজার ৫৮৩ জন ও নারী ৩১ লাখ ১৩ হাজার ২৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬১ জন। ২০১৮ সালে  অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ভোটার ছিল ৫৬ লাখ ৩৭  হাজার ৪৬৫ জন। পাঁচ বছরে ভোটার বেড়েছে ৯ লাখ ৩৯ হাজার ৪৬০ জন। চট্টগ্রামে এর মধ্যে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা হচ্ছে ৫ লাখ ৭৭ হাজার ৫৭১ জন। এর মধ্যে এ নির্বাচনে প্রথমবার ভোট দেবেন ৩ লাখ ৬৬ হাজার ৩৬০ জন তরুণ ভোটার। নগরের তরুণ ভোটার মাশরাফি হাসান ঈশান বলেন, ভোট দেব, তবে পরিচ্ছন্ন, ক্লিন ইমেজ, মেধাবী ও সৃজনশীল মানসিকতার প্রার্থীকেই ভোট দেব। পটিয়া উপজেলার প্রথম ভোটার আশরাফ মাহমুদ বলেন, প্রথমবারের মতো ভোট দেব। তাই একটু আগ্রহ ও উৎসাহ কাজ করছে। আমি শিক্ষিত, পরিচ্ছন্ন এবং মানুষ হিসাবে সৎ- এমন প্রার্থীকেই ভোট দেব। আমরা চাই, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, নতুন ভোটারদের মধ্যেই ভোট প্রদানে আগ্রহ বেশি থাকে। আগামী নির্বাচনে চট্টগ্রামে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটার ৫ লাখ ৭৭ হাজার ৫৭১। এর মধ্যে এ নির্বাচনে প্রথমবার ভোট দেবেন ৩ লাখ ৬৬ হাজার ৩৬০ জন তরুণ ভোটার।  জানা যায়, আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে মোট ভোট কেন্দ্র ২ হাজার ২২টি এবং বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ১ হাজার ৮৯৯টি। এবার প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন একজন প্রিসাইডিং অফিসার, একজন সহকারী প্রিসাইডিং অফিসার ও দুজন পোলিং অফিসার। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি আসনে থাকবেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর