সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভাই-ভাইয়ে তামাশার নির্বাচন

জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনের নামে তামাশা শুরু করেছে। ৭ জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে এটা ভাই-ভাইয়ের তামাশার নির্বাচন। গতকাল ভার্চুয়ালি এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জয়নুল আবদিন ফারুক আরও বলেন, গত কয়েক দিন লিফলেট বিতরণ অনুষ্ঠানে জনগণের কাছে গিয়ে অনুভব করতে পেরেছি যে, জনগণের আশা ছিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার হিসেবে নির্বাচনি সংকট দূর করবে। কিন্তু তা না করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে বাদ দিয়ে ভাই-ভাই নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে।

এতে প্রমাণিত হয় আগামীতে ভাই-ভাই ও একদলীয় নির্বাচনে জনগণ ইতোমধ্যে নিরুৎসাহিত হয়েছে। তারা ভোট কেন্দ্রে যাবে না। ফারুক বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, গণতন্ত্র বিশ্বাস করে না। অতীতেও তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ দেখায়নি। তাই জনগণ দলীয় শাসকের অধীনে নির্বাচনে ভোট কেন্দ্রে অংশগ্রহণ করবে না।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর