সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন

সিএসডি ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিএসডি গোডাউনের ব্যবস্থাপক ও সাবেক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মঈন-উল ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। গতকাল খুলনায় দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমীন বাদী হয়ে এই মামলা করেন। এতে বলা হয়, খাদ্য বিভাগে চাকরিকালে মঈন-উল ইসলাম নিজের পদপদবি ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১২ লাখ ২৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত ৩৫ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারা ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। মামলাটি দুদকের সহকারী সম্পাদক মো. আল-আমীন তদন্ত করবেন।

দুদক কর্মকর্তারা জানান, আসামি মঈন-উল ইসলাম নগরীর জাহিদুর রহমান সড়কে তার চারতলা বাড়ি নির্মাণে প্রায় ১২ লাখ টাকার তথ্য গোপন করেছেন। এ ছাড়া অস্থাবর সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত আরও প্রায় ৩৫ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর