সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
তৃণমূল বিএনপির অভিযোগ

প্রচারে বাধা ও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে তৃণমূল বিএনপির প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং বিভিন্ন আসনে পোস্টার লাগাতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল বিএনপি। গতকাল রাজধানীর তোপখানা রোডে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও নির্বাচন পরিচালনা সেলের আহ্বায়ক সালাম মাহমুদ এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সালাম মাহমুদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৭টি আসনে লড়ছে তৃণমূল বিএনপি। এক প্রার্থী এখনো আপিলে আছেন, রায়ে জিতলে প্রার্থীর সংখ্যা ১৩৮ জনে দাঁড়াবে। আমরা সরকারের সঙ্গে কোনো রকম সমঝোতায় না গিয়ে নিজস্ব প্রতীক সোনালি আঁশ নিয়ে নির্বাচন করছি।

 তিনি বলেন, আসন্ন নির্বাচনে তৃণমূল বিএনপি মূল বিরোধী হিসেবে কাজ করছে। ফলে এমপিদের নেতা-কর্মীরা আমাদের প্রতিদ্বন্দ্বী ভেবে নানা রকম বাধা সৃষ্টি করছেন। বাগেরহাট-৩ আসনের প্রার্থী মেনুয়াল সরকারকে তার নির্বাচনি প্রচারে গাড়ী পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন নৌকা প্রার্থীর কর্মীরা। চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী দীপক পালিতের পোস্টার ছিঁড়ে ফেলা, মাইক বন্ধ করে দেওয়াসহ নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন আসনে আমাদের প্রার্থীদের পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। রাতে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। ফলে আমরা সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কায় আছি। আমরা ইসির কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব রুখসানা আমিন সুরমা এবং নির্বাচন মনিটরিং সেলের সদস্য রাজু আহমেদ, ফরহাদ হোসেন ও আশরাফ আলী হাওলাদার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর