শিরোনাম
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রচারণার হাতিয়ার যত মেগা প্রকল্প

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

প্রচারণার হাতিয়ার যত মেগা প্রকল্প

আওয়ামী লীগ সরকারের বাস্তবায়ন করা হাজার হাজার কোটি টাকার প্রকল্পগুলোকে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন আওয়ামী লীগ ও সমমনা দলের মনোনীত প্রার্থীরা। চট্টগ্রামের ১৬ আসনে আওয়ামী লীগ মনোনীত এবং সমমনা দলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে তুলে ধরছেন বাস্তবায়ন করা মেগা প্রকল্পগুলোর চিত্র। একই সঙ্গে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে তাদের বিজয়ী করার আহ্বান জানাচ্ছেন।  ট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-১২ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। নির্বাচনের মাঠে সরকারের মেগা প্রকল্পগুলো ভোটারদের কাছে তুলে ধরছি। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের অনুরোধ করছি।’ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ‘সরকার চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। নির্বাচনের মাঠে উন্নয়নের এ ফিরিস্তি তুলে ধরছি। আশা করছি ভোটাররা এবারও আমাদের নিরাশ করবেন না।’ জানা যায়, চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। যার মধ্যে রয়েছে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্প, এলিভেটেড এক্সেপ্রেসওয়ে, আকতারুজ্জামান ফ্লাইওভার, আউটার লিংক রোড, বায়েজিদ-ফৌজদার হাট লিংক রোড, বাকলিয়া এক্সেস রোডসহ মেগা সব প্রকল্প বাস্তবায়ন করেছে।

এ প্রকল্পগুলো চট্টগ্রামের যোগাযোগ ক্ষেত্রে অন্যমাত্রা যোগ করেছে। এর মধ্যে চীনের সাংহাই শহরের আদলে চট্টগ্রাম নগরী ও আনোয়ারা উপজেলাকে ‘ওয়ান সিটি টু টাউন’-এ পরিণত করতে কর্ণফুলী নদীর তলদেশে তৈরি করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’। এ টানেলকে দেশের অর্থনীতির জন্য গেমচেঞ্জার হিসেবে মনে করা হচ্ছে। যোগাযোগ খাতে নেওয়া প্রকল্পগুলোর কারণে চট্টগ্রামে শিল্পায়ন, অর্থনীতি, পর্যটনসহ অন্যান্য খাতে নতুন মাত্রা যোগ হয়েছে। বেকারত্ব বিমোচনের জন্য মিরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরী, চায়না ইকোনমিক জোন তৈরির কাজ চলমান রয়েছে। এগুলো পুরোদমে চালু হলে কর্মসংস্থান হবে লাখো মানুষের। এ ছাড়া বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট, আনোয়ার পাওয়ার প্ল্যান্ট, কর্ণফুলী পাওয়ার প্ল্যান্ট, পটিয়ার পাওয়ার প্ল্যান্ট, ওয়াসার স্যুয়ারেজ ও পানি শোধনাগার প্রকল্পসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠে সরকারের বাস্তবায়ন করা এ প্রকল্পগুলোকে সামনে রেখে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আওয়ামী সমমনা দলগুলো ভোটারদের ভোট প্রার্থনা করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর