শিরোনাম
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন পর্যবেক্ষণ করবে ইওসি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ৯৬টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মধ্যে ৩২টির সমন্বয়ে গঠিত ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম (ইওসি) আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ইওসি এ তথ্য জানিয়েছে। ইওসির চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কনসোর্টিয়ামের কর্মপরিকল্পনা তুলে ধরেন। ইওসির উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. জিয়া রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মত্যাগে স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। তা ধূলিসাৎ হয়ে যায় ’৭৫-এর ১৫ আগস্টের পর। আর গণতান্ত্রিক সংস্কৃতি বিকশিত হতে পারেনি। আমরা আবার সুযোগ পেয়েছি। জাতির জনকের কন্যার হাত ধরে আবার গণতন্ত্র বিকশিত হওয়ার সুযোগ এসেছে।’

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, ‘নির্বাচনে একটা দল নেই। সরকার চাইছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। তাই জনগণের অংশগ্রহণ দরকার। আপনারা নির্বাচনের পর যে পর্যবেক্ষণ প্রতিবেদন দেবেন তা যেন মাইলস্টোন হয়।’

ইওসি নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই তাঁরা ইসির সঙ্গে বৈঠক করবেন। সেখানে ইওসির প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় পর্যায়ে সব নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় সংগঠনটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর