মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রী রংপুর যাবেন আজ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর আসছেন আজ। তাঁর আগমন ঘিরে রংপুরে নেতা-কর্মীদের মাঝে সাজ সাজ রব পড়ে গেছে। চালানো হচ্ছে প্রচার। প্রধানমন্ত্রীর নির্বাচনি সভা সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় আওয়ামী লীগ। দলীয় সূত্রে জানা গেছে, সকালে তারাগঞ্জ উপজেলার কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা। এরপর পীরগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জনসভায় যোগ দেবেন। দুপুরে শ্বশুরবাড়িতে খাবেন এবং তাঁর স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন। প্রধানমন্ত্রীর সফরে মূলত থাকবে নৌকা মার্কার প্রচার। তাই তাঁর সফরে দলের মধ্যে মান-অভিমান, গ্রুপিং দূর হবে বলে মনে করছেন নেতা-কর্মীরা। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, আওয়ামী লীগ বিজয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ দ্রুত শুরু করেন।

এদিকে দলের একাধিক নেতার সঙ্গে কথা হলে তাঁরা জানান, প্রধানমন্ত্রীর আগমনের ফলে নৌকা মার্কার বিজয় অনেকটা সহজ হবে। রংপুর-২ আসনে সরকারদলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আরেক স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটুর সঙ্গে। প্রধানমন্ত্রী তারাগঞ্জে সভায় বক্তব্য দেবেন। ফলে এ আসনের নেতা-কর্মীদের মান-অভিমান অনেকটা নিরসন হবে বলে নেতা-কর্মীরা মনে করছেন। এ ছাড়া পীরগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আরেক স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম। তিনি প্রয়াত ড. ওয়াজেদ মিয়ার পরিবারের সদস্য হওয়ায় একটি সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এ ছাড়া মিঠাপুকুর আসনেও আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানের সঙ্গে স্বতন্ত্র জাকির হোসেন সরকারের হাড্ডাহাড্ডি লড়াই হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর