মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আটিয়াবন অধ্যাদেশ বাতিল চাইলে শক্ত করে গামছা ধরেন

বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, সখীপুরের মানুষের মরণফাঁদ আটিয়াবন অধ্যাদেশ। এটা শুধু সখীপুর নয়, কালিহাতী, মধুপুর ও কালিয়াকৈরের কিছু অংশজুড়ে আটিয়াবন অধ্যাদেশের আওয়তায় পড়েছে। যদি আটিয়াবন অধ্যাদেশ বাতিল চান আর বাষট্টি সালের আওয়ারভুক্ত জমির খাজনা দিতে চান তাহলে আপনারা নিজেদের মার্কা গামছা শক্ত করে ধরেন। গতকাল বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের লাঙ্গুলিয়া স্কুল মাঠে গামছা মার্কার পথসভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, সখীপুর-বাসাইলের মানুষের তৈরি করা দল কৃষক শ্রমিক জনতা লীগ। নিজেদের দলের নিজেদের মার্কার নাম গমছা।

আগামী সাত জনুয়ারি নির্বাচনে আমার বিশ্বাস আপনারা নিজেদের মার্কায় নিজেরা ভোট দেবেন। এ পথসভায় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন খান, কৃষক শ্রমিক জনতা লীগের নেতা আবেদ আলী, বীর মুক্তিযোদ্ধার সন্তান লিজা আক্তারসহ অন্যান্য নেতা-কর্মী বক্তৃতা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর